Safiuddin Sarker Academy and College
Print Admit Card      
Notice Board

শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রম মনিটরিং প্রসঙ্গে
Published on Monday, September 28, 2020


সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ
বিজ্ঞপ্তি নং:  জ- ৩৩    তারিখ: ১০/০৯/২০২০
 
বিষয়: শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রম মনিটরিং প্রসঙ্গে।
 
এতদ্দ্বারা সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের বেবি থেকে দ্বাদশ শ্রেণির শ্রেণিশিক্ষক ও বিষয়শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে, কোভিড-১৯ এর সংক্রমন রোধকল্পে গত ১৮ মার্চ হতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে শ্রেণি কার্যক্রমের সম্পৃক্ত রাখার লক্ষ্যে অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমকে গতিশীল রাখার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো যথাযথভাবে সকলকে মেনে চলার জন্য বলা হলো।
 
নির্দেশনাসমূহ নিম্নে দেওয়া হলঃ
ক. শিক্ষার্থী কর্তৃক সংসদ বাংলাদেশ টেলিভিশনে চলমান পাঠদান কার্যক্রম নিয়মিত দেখা এবং অনলাইনের মাধ্যমে পাঠদানের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মুঠোফোনের মাধ্যমে  বিষয়শিক্ষকগণ যোগাযোগ করবেন।
খ. শিক্ষকদের সাথে পাঠদানের বিষয়ে টেলিফোনে যোগাযোগ করার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে হবে। 
গ. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করতে হবে। 
ঘ. শিক্ষকগণ কর্তৃক মুঠোফোন বা টেলিফোনে শিক্ষার্থীদের সাথে যোগাযোগের বিষয়টি  সহ. প্রধান শিক্ষকগণ সমন্বয় ও মনিটরিং করবেন।
 
 
ধন্যবাদান্তে
 
 
(মো. মনিরুজ্জামান)
অধ্যক্ষ
 
অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো।
১। সহকারী প্রধান শিক্ষক (দিবা)
২। সহকারী প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত (প্রভাতি)
 
ফেসবুকে আমরা
প্রয়োজনীয় লিংকস

ভিজিটর সংখ্যা
100
as on 19 Oct, 2025 01:24 AM
© এডুটেক স্কুল সফটওয়্যার, টেক বিপিও প্রো™