(বেবি থেকে চতুর্থ শ্রেণি) |
১। নেভি ব্লু ফুলপ্যান্ট। ২। ১ ইঞ্চি চওড়া অ্যাপুলেটযুক্ত নেভি ব্লু সোল্ডার ব্যাজসহ সাদা হাফ/ফুলশার্ট। শার্টের পকেটে একাডেমির মনোগ্রাম থাকতে হবে। ৩। প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নেভি ব্লু-এর ওপর সোনালি ও লাল স্ট্রাইপড্ টাই। ৪। চামড়ার কালো অক্সফোর্ড (বাটা/এপেক্স) সু ও সাদা মোজা। ৫। সামঞ্জস্যপূর্ণ বকলেসযুক্ত চামড়ার কালো বেল্ট। ৬। শীতকালে প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নেভি ব্লু হাফ/ ফুল সোয়েটার পরিধান করতে হবে। |
(পঞ্চম থেকে দশম শ্রেণি) |
১। নাভির ওপর পরিধানযোগ্য নেভি ব্লু ফুলপ্যান্ট। ২। ১ ইঞ্চি চওড়া অ্যাপুলেটযুক্ত নেভি ব্লু ব্যাজসহ সাদা হাফ/ফুলশার্ট। শার্টের পকেটে একাডেমির মনোগ্রাম থাকতে হবে। ৩। প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নেভি ব্লু-এর ওপর সোনালি ও লাল স্ট্রাইপড্ টাই। ৪। চামড়ার কালো অক্সফোর্ড (বাটা/এপেক্স) সু ও সাদা মোজা। ৫। সামঞ্জস্যপূর্ণ বকলেসযুক্ত চামড়ার কালো বেল্ট। ৬। শীতকালে প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নেভি ব্লু হাফ/ ফুল সোয়েটার পরিধান করতে হবে। |
কলেজ শাখা |
১। নাভির ওপর পরিধানযোগ্য কালো স্ট্যান্ডার্ড ফরমাল ফুলপ্যান্ট। ২। পকেটে একাডেমির মনোগ্রামযুক্ত ১ ইঞ্চি চওড়া সোল্ডার ব্যাজসহ সাদা হাফ/ফুলশার্ট। ৩। প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নেভি ব্লু-এর ওপর সোনালি ও লাল স্ট্রাইপড্ টাই। ৪। শার্টের সাথে কালো এক বেল্টযুক্ত অ্যাপুলেট প্রথম বর্ষে ও দুই বেল্টযুক্ত অ্যাপুলেট দ্বিতীয় বর্ষে পরিধান করতে হবে। ৫। সামঞ্জস্যপূর্ণ বকলেসযুক্ত চামড়ার কালো বেল্ট। ৬। চামড়ার কালো অক্সফোর্ড (বাটা/এপেক্স) সু ও সাদা মোজা। ৭। শীতকালে প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নেভি ব্লু হাফ/ ফুল সোয়েটার পরিধান করতে হবে। |
(বেবি থেকে তৃতীয় শ্রেণি) |
১। সবুজ স্কার্ট -এর সাথে সাদা পাজামা পরতে হবে। ২। ১ ইঞ্চি চওড়া অ্যাপুলেটযুক্ত নেভি ব্লু ব্যাজসহ সাদা হাফ/ ফুলশার্ট। শার্টের পকেটে একাডেমির মনোগ্রাম থাকতে হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে সরবরাহকৃত নির্ধারিত স্কার্ফ ব্যবহার করতে হবে। ৩। প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নেভি ব্লু-এর ওপর সোনালি ও লাল স্ট্রাইপড্ টাই। ৪। কালো স্কুল সু (বাটা/এপেক্স) ও সাদা মোজা। ৫। শীতকালে প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নেভি ব্লু ফুল সোয়েটার পরিধান করতে হবে। |
(চতুর্থ থেকে দশম শ্রেণি) |
১। হাঁটু পর্যন্ত ঢিলেঢালা সাদা এ্যাপ্রোন। পকেটে একাডেমির মনোগ্রাম থাকতে হবে।
২। সবুজ কামিজ। ৩। সাদা সালোয়ার। ৪। গাঢ় সবুজ রঙের চিকন পাইপেনযুক্ত নির্ধারিত সাদা কাপড়ের স্কার্ফ মাথায় পরিধান করতে হবে। স্কার্ফে কোনোরূপ কারুকার্য গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে মাথায় ব্যবহার করার জন্য সবুজ পাইপেনযুক্ত সুপরিসর জর্জেট -এর সাদা ওড়না ব্যবহার করা যাবে। ৫। কালো স্কুল সু (বাটা/এপেক্স) ও সাদা মোজা। ৬। শীতকালে প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নেভি ব্লু ফুল সোয়েটার পরিধান করতে হবে। |
কলেজ শাখা | ১। পকেটে একাডেমির মনোগ্রামযুক্ত হাঁটু পর্যন্ত সাদা এ্যাপ্রোন।
২। সবুজ কামিজ ও সাদা সালোয়ার। ৩। গাঢ় সবুজ রঙের চিকন পাইপেনযুক্ত নির্ধারিত সাদা কাপড়ের স্কার্ফ মাথায় পরিধান করতে হবে। স্কার্ফে কোনোরূপ কারুকার্য গ্রহণযোগ্য নয়। প্রয়োজনে মাথায় ব্যবহার করার জন্য সবুজ পাইপেনযুক্ত সুপরিসর জর্জেট -এর সাদা ওড়না ব্যবহার করা যাবে। ৪। সামনে বেল্টযুক্ত চামড়ার কালো সু (বাটা/এপেক্স) ও সাদা মোজা। ৬। শীতকালে প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত নেভি ব্লু ফুল সোয়েটার পরিধান করতে হবে। |