ভর্তির আবেদন করুন
Print Admit Card      
ভর্তির নিয়মাবলি

ভর্তির নিয়মাবলি
 
০১. নির্ধারিত ফি- এর বিনিময়ে ভর্তি ফর্ম ও প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে।
০২. আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে এক কপি পাসপোর্ট সাইজ ছবি সহ জমা দিতে হবে।
০৩. নার্সারী ও কে জি শ্রেণীতে মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হয়।
০৪. ছাত্র-ছাত্রীদের মৌখিক ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
০৫. ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত ছাত্র-ছাত্রীদেকেই ভর্তি করা হয়।
০৬. লিখিত বা মৌখিক পরীক্ষায় বাবা-মাকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
০৭. ভর্তির সময় প্লে-৫ম শ্রণীতে ভর্তির জন্য নিবন্ধন, ষষ্ঠ-৮ম শ্রেণীতে মার্কশীটের ফটোকপি জমা দিতে হবে।

ফেসবুকে আমরা
প্রয়োজনীয় লিংকস

ভিজিটর সংখ্যা
100
as on 14 Jan, 2025 11:02 PM
© এডুটেক স্কুল সফটওয়্যার, টেক বিপিও প্রো™